CHOWARA BAZAR, SADAR DAKSHIN

একাদশ শ্রেণিতে ভর্তি চলছে!!! উচ্চ মাধ্যমিক 2য় বর্ষ নির্বাচনী পরীক্ষার সময়সূচি – 2024 2য় বর্ষ 1ম সেমিস্টার পরীক্ষা-203 ডিগ্রি ক্লাস রুটিন একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস রুটিন

অধ্যক্ষের বাণী

মোহাম্মদ আলমগীর হোসেন

অধ্যক্ষ

প্রিয়, 
শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ 
আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ্। 

নান্দনিকতায়নন্দিত অনিন্দ সুন্দর সবুজ-শ্যামলতরু-তৃণ্যের থোকায় থোকায় লাল সবুজের আল্পনা আকাঁ কুমিল্লা সিটির উপকণ্ঠে আলহজ্ব চৌধুরীর অক্লান্ত পরিশ্রমে এলাকাবাসীর সহযোগীতায় প্রতিষ্ঠিত চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজ সেই ১৯৭২ সাল থেকে অদ্যাবধি সুনাম নিয়ে এগিয়ে চলছে। জ্ঞানার্জনের প্রথম ও প্রধান হাতিয়ার হচ্ছে অধ্যায়ন। আর এজন্য সর্ব প্রথম যা প্রয়োজন তা হচ্ছে শিক্ষার উপযুক্ত পরিবেশ যা আমাদের পুরোটাই আছে বলে আমরা গর্বিত। আমাদের উদ্দেশ্য হলো পূণাঙ্গ শিক্ষাদিয়ে ছাত্র-ছাত্রীদের চরিত্রবান, আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে তৈরিকরা এবং সৃজনশীল শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মননশীলতার বিকাশ ঘটিয়ে একটি উন্নত মানব সম্পদ গড়ে তোলা।
ছাত্র-ছাত্রীদের যে কোন সুযোগসুবিধার ক্ষেত্রে এ কলেজটি অনন্য। এছাড়া কলেজটিতে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুযোগসুবিধা রয়েছে। তাই আমরা  দৃঢ় বিশ্বাস ছাত্র-ছাত্রী, অভিভাবক, সমাজ সেবক এবং অত্র এলাকাবাসীর আন্তরিক সহযোগীতা অব্যাহত থাকলে আপনাদের সন্তানদের বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে একজন যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এবং চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজ পৌছে যাবে সাফল্যের শীর্ষে।

বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। বর্তমান ডিজিটার বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারী নির্দেশনা মোতাবেক প্রত্যেক কলেজের একটি ওয়েবসাইট থাকতে হবে। সেলক্ষ্যে আমাদের ওয়েবসাইট হলো www.cadc.edu.bd । এটি ব্যবহার করে ছাত্র-ছাত্রী অভিভাবক যেকোন অবস্থান থেকে কলেজের বেতন, ভর্তি ফি ও অন্যান্য যে কোন ফি জমা দিতে পারবে। এছাড়া এখান থেকে পরীক্ষার ফলাফল, মার্কশীট,  নোটিশসহ যেকোন তথ্য সহজে পাওয়া যাবে।পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হন। 

মোহাম্মদ আলমগীর হোসেন
চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজ

Education Corner

Important Link

অত্যন্ত কষ্টকর ও দূরহ বিষয়। জনাব নোয়াব হায়দার চৌধুরী বিষটি গভীরভাবে উপলদ্বি করতেন এবং বিষয়টি তাঁকে বেশ পীড়া দিত। এ সমস্যার প্রতি বিধান কল্পে তখন তিনি চৌয়ারা এবং আশেপাশের শিক্ষার্থী ও অভিভাবদের কল্যানে একটি কলেজ স্থাপনের স্বপ্ন
দেখতে থাকেন।

চাকরী হতে অগ্রীম অবসর গ্রহণ করে জনাব চৌধুরী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। নানা প্রতিকূলাতা ডিঙ্গিয়ে তিনি অবশেষে ১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠায় সফল হন। এলাকার আরও কতিপয় গন্যমান্য ও হিতৈশী ব্যক্তিবর্গ তাঁকে এ উদ্যোগে সহায়তা করেন। এসকল হিতৈষী ব্যক্তিবর্গের মাঝে ভিক্টোবিয়া সরকারী কলেজের তাৎকালীন অধ্যক্ষ জনাব সিরাজ উদ্দিন, অধ্যাপক আমিনুল ইসলাম ও অধ্যাপক নুরুল
ইসলাম এর অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। চৌয়ারা এর এর মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব, সিরাজ উদ্দিন মজুমদার কলেজ প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও জনাব আব্দুল খালেক, সেকান্দর আলী মেইকারসহ এলাকার আরো অনেক শিক্ষানুরাগী করেজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন।

পরবর্তীতে মরহুম নোয়াব হায়দার চৌধুরীর বড় সন্তান এবং সাবে এমপি ও হুইপ জনাব মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি পূর্ণাঙ্গ রূপপায়। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর হতে অদ্যবদি জনাব মনিরুল হক চৌধুরী কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা-সদস্য বলবৎ আছেন। প্রবলশিক্ষানুরাগী এ মানুষটি ১৯৫৮ সালে ১৩ সেপ্টেম্বর করেজ গভর্ণিং বডি সভায় উপস্থিত হলে সভাচলাকালীন হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং এর কয়েক ঘন্ট পর ঐ দিন বিকেলে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। শিক্ষা বিস্তারে এবং এলাকার কল্যাণে মরহুম আলহাজ্জ্ব নোয়াবহায়দার এ অবদান করেজ কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে।

Our Institute History

চৌয়ারা ও পাশ্ববর্তী এলাকায় শিক্ষা বিস্তারে শিক্ষাননুরাগী মরহুম আলহাজ্ব নোয়াবহায়দার চৌধুরীর উদ্দ্যেগের এবংএলাকার অপরাপর কতিপয় বদান্য ব্যক্তির আন্তরিত সহয়তায় ১৯৭২ সারে চৌয়ারা আদর্শ ডিগ্রী করেজ প্রতিষ্ঠিত হয়। করেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ্ব নোয়াব হায়দার চৌধুরী ১৯০৫ সালের জুন মাসের মধ্যেবর্তী কোন একটিদ জন্মগ্রহণ কেরন বলে জানাযায়, তাঁর পিতা মরহুম দিলুমিয়া চৌধুরী এবং মাতা মরহুমা আজমের নেছা দুজনেই বেশ ধার্মিক ও সম্রান্ত মুসলিম পরিবারের সন্তন ছিলেন। তিন ভাই-বোনের মধ্যে জনাব নোয়াব হায়দার চৌধুরী ছিলেন সর্ব কণিষ্ঠ। এলাকার প্রাথমিক শিক্ষা শেষ করে জনাব, নোয়াব হায়দার চৌধুরী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং ঐ স্কুল হলেত এন্ট্রাস (এস এস সি) সমতুল্য পরীক্ষায় উর্ত্তীণ হন, এর পর তিনি কালেক্টরের অধীনেরাজস্ব বিভাগের সরকারী চাকরীতে যোগদান করেন। সমকালে চৌয়ারা ও পাশ্ববর্তী এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কুমিল্লা শহরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ভর্তি ও শিক্ষা কার্যক্রমের খরচ নির্বাহ করা ছিল

অত্যন্ত কষ্টকর ও দূরহ বিষয়। জনাব নোয়াব হায়দার চৌধুরী বিষটি গভীরভাবে উপলদ্বি করতেন এবং বিষয়টি তাঁকে বেশ পীড়া দিত। এ সমস্যার প্রতি বিধান কল্পে তখন তিনি চৌয়ারা এবং আশেপাশের শিক্ষার্থী ও অভিভাবদের কল্যানে একটি কলেজ স্থাপনের স্বপ্ন
দেখতে থাকেন।

চাকরী হতে অগ্রীম অবসর গ্রহণ করে জনাব চৌধুরী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। নানা প্রতিকূলাতা ডিঙ্গিয়ে তিনি অবশেষে ১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠায় সফল হন। এলাকার আরও কতিপয় গন্যমান্য ও হিতৈশী ব্যক্তিবর্গ তাঁকে এ উদ্যোগে সহায়তা করেন। এসকল হিতৈষী ব্যক্তিবর্গের মাঝে ভিক্টোবিয়া সরকারী কলেজের তাৎকালীন অধ্যক্ষ জনাব সিরাজ উদ্দিন, অধ্যাপক আমিনুল ইসলাম ও অধ্যাপক নুরুল
ইসলাম এর অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। চৌয়ারা এর এর মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব, সিরাজ উদ্দিন মজুমদার কলেজ প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও জনাব আব্দুল খালেক, সেকান্দর আলী মেইকারসহ এলাকার আরো অনেক শিক্ষানুরাগী করেজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন।

পরবর্তীতে মরহুম নোয়াব হায়দার চৌধুরীর বড় সন্তান এবং সাবে এমপি ও হুইপ জনাব মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি পূর্ণাঙ্গ রূপপায়। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর হতে অদ্যবদি জনাব মনিরুল হক চৌধুরী কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা-সদস্য বলবৎ আছেন। প্রবলশিক্ষানুরাগী এ মানুষটি ১৯৫৮ সালে ১৩ সেপ্টেম্বর করেজ গভর্ণিং বডি সভায় উপস্থিত হলে সভাচলাকালীন হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং এর কয়েক ঘন্ট পর ঐ দিন বিকেলে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। শিক্ষা বিস্তারে এবং এলাকার কল্যাণে মরহুম আলহাজ্জ্ব নোয়াবহায়দার এ অবদান করেজ কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে।

Winter Sports

আমাদের সম্পর্কে মতামত

Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next